আইবিএ এক্সিকিউটিভ এমবিএ সম্পর্কে বিস্তারিত

সাধারণ জিজ্ঞাসা

comment No Comments

By admin

আমরা জানি আইবিএ প্রধানত দুই ধরনের এমবিএ ডিগ্রী প্রদান করে থাকে – একটি হচ্ছে রেগুলার এমবিএ এবং অপরটি হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ। এক্সিকিউটিভ এমবিএ মূলত যারা চাকরিজীবী রয়েছেন, দিনের বেলায় ক্লাস করতে পারবেন না তাদেরকে টার্গেট করে ডিজাইন করা হয়েছে। আজকে আমি আইবিএ এক্সিকিউটিভ এমবি এর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব।

এক্সিকিউটিভ এমবিএ এর ক্লাস

আগে যেমনটি বলেছি এক্সিকিউটিভ এমবিএ সাধারণত চাকরিজীবীদের জন্য ডিজাইন করা হয়েছে যে কারণে যারা এক্সিকিউটিভ এমবিএ করেন তাদেরকে রাতের বেলা অথবা ছুটির দিনে ক্লাস করতে হয়। তাই যারা চিন্তা করছেন আমি তো চাকরি করি, দিনের বেলা ক্লাস করতে পারবো না, তাদের আসলে চিন্তার কোন কারণ নাই। যারা আপনাদের ক্লাস নিবেন অর্থাৎ যারা আইবিএ ফ্যাকাল্টি রয়েছেন তারা আপনাদের চাকরির কথা বিবেচনা করেই ক্লাস নিয়ে থাকেন।

এক্সিকিউটিভ এমবি এর ভর্তি পরীক্ষা

আমি যখন ছাত্র ছিলাম, মানে আমি ২০১৩-১৪ সালের কথা বলছি, তখন সম্ভবত ৪ মাস পর পর এক্সিকিউটিভ এমবিএ এর এডমিশন টেস্ট হতো। এক্সিকিউটিভ এমবি এর admission question সাধারনত রেগুলার এমবিএ এর প্রশ্ন থেকে তুলনামূলক সহজে হয়ে থাকে। যে কারণে আমার মতে এক্সিকিউটিভ এমবিএ তে চান্স পাওয়া তুলনামূলক সহজ।

চাকরিজীবীদের জন্য রেগুলার নাকি এক্সিকিউটিভ কোনটি ভাল হবে?

এটি একটি ব্যক্তিগত মতামত। আমার সাথে মতের মিল অনেকের নাও হতে পারে। আমি মনে করি আপনি যদি ভালো কোন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাহলে চাকরি ছেড়ে রেগুলার এমবিএ করাটা আপনার জন্য বোকামি হবে। তবে আপনি যদি ভালো প্রতিষ্ঠানে চাকরি না করে থাকেন, আপনি যদি আপনার কর্মক্ষেত্রে সেটিসফাইট না হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি আপনার কাজ থেকে তেমন কিছু শিখতে পারছেন না, সে ক্ষেত্রে আপনি রেগুলার এর জন্য চেষ্টা করতে পারেন। তবে এক্সিকিউটিভ এমবিএ তে চান্স যদি হয়ে যায় তবে সময় নষ্ট না করাটাই উত্তম।কারণ রেগুলার এমবিএ তে চান্স পাওয়াটা সহজ বিষয় নয়।

আইবিএ এক্সিকিউটিভ এমবিএ এর মার্কেট ডিমান্ড কেমন?

এক্সিকিউটিভ এমবি এর মার্কেট ভ্যালু রেগুলার এমবি এর সমান না হলেও খুব যে কম সেটা বলা ঠিক হবে না। আপনার যদি ভালো একটা ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তাহলে আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ করাটাই আমি মনে করি আপনার জন্য যথেষ্ট।

আমার দেখা মাল্টিন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ যেমন ধরেন হেড অফ মার্কেটিং এমন রয়েছে যারা আইবিএ থেকে শুধুমাত্র এক্সিকিউটিভ এমবিএ করেছেন, রেগুলার এমবিএ নয়। সুতরাং আমি আবার বলছি, আপনার ব্যাচেলার ডিগ্রি যদি খুব ভালো থাকে, অর্থাৎ খুব ভালো প্রতিষ্ঠান থেকে যদি আপনি ব্যাচেলর ডিগ্রি নিয়ে থাকেন তাহলে আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ করাটা আপনার জন্য যথেষ্ট।

এক্সিকিউটিভ এমবিএ এর সাধারণত কারা করে থাকে?

আমার দেখা আইবিএতে এক্সিকিউটিভ যারা করে থাকে তারা সাধারণত খুব ভালো ভালো প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ হয়ে থাকেন। এখানে রেগুলার এর সাথে এক্সিকিউটিভ এমবিএ এর একটি বড় তফাৎ। আপনি যদি এক্সিকিউটিভ এমবিএ করেন তাহলে আপনি এই সুবিধাটি পাবেন। সেটা হচ্ছে মার্কেটের বড় বড় যারা বিজনেস লিডার রয়েছে তাদের সঙ্গে আপনার পরিচয় হবে, আপনি একটি ভাল কমিউনিটি তৈরি করতে পারবেন যেটা কিনা রেগুলার এমবিএ করলে আপনি পারবেন না।

এক্সিকিউটিভ এমবি এর খরচ

এক্সিকিউটিভ এমবিএ এর খরচ তুলনামূলক বেশি তবে সেটা খুব যে আহামরি তা নয়। মার্কেটে অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এমবিএ করতে আপনার যতটা খরচ হবে এক্সিকিউটিভ এমবিএ করতে তুলনামূলক ততটা খরচ হবে বলে আমার মনে হয় না। তবে বর্তমান পরিস্থিতি আমার জানা নাই। এ বিষয়ে আপনি আইবিএ এক্সিকিউটিভ অফিসে খোঁজ নিতে পারেন।

Leave a Comment